শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০০:০০

ছয়টি সেবামূলক প্রকল্পের মাধ্যমে

রোটারী বর্ষের প্রথম দিন উদযাপন করলো চাঁদপুর রোটারী ক্লাব

স্টাফ রিপোর্টার ॥
রোটারী বর্ষের প্রথম দিন উদযাপন করলো চাঁদপুর রোটারী ক্লাব

বাংলাদেশের অন্যতম সেরা রোটারী ক্লাব চাঁদপুর রোটারী ক্লাব। নতুন রোটারী বর্ষকে স্বাগত জানিয়ে বিভিন্ন সেবামূলক প্রকল্পের মাধ্যমে প্রথমদিন উদযাপন করেছে চাঁদপুর রোটারী ক্লাব। গতকাল ১ জুলাই সোমবার বিকেলে চাঁদপুর রোটারী ভবনের ডাঃ নুরুর রহমান কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত পিএইচএফ।

এদিন যেসব সেবামূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে, সেগুলো হলো : অসহায় নির্যাতিত নারীকে আইনগত সেবা প্রদান, কলেজ শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ, প্রবীণ নাগরিকগণকে চশমা প্রদান, ভ্রাম্যমাণ কফি বিক্রেতাকে সরঞ্জামাদি প্রদান, অ্যাজমা আক্রান্ত রোগীদেরকে নেবুলাইজার মেশিন প্রদান ও এতিম স্কুল শিক্ষার্থীকে ড্রেস প্রদান। এছাড়াও রোটারী বর্ষের প্রথমদিন উদযাপনে অতিথিসহ রোটারিয়ানগণ সংক্ষিপ্ত র‌্যালি করেন। র‌্যালিটি সড়ক প্রদক্ষিণ পুনরায় চাঁদপুর রোটারী ভবনে এসে শেষ হয়।

ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ অ্যাডঃ নজরুল ইসলাম পিএইচএফ-এর সভাপ্রধানে ও সহ-সভাপতি রোটাঃ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া আরএফএসএমণ্ডএর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অ্যাডঃ জাবের, গীতা পাঠ করেন জয়েন্ট সেক্রেটারী রোটাঃ গোপাল চন্দ্র সাহা পিএইচএফ ও ত্রিপিটক পাঠ করেন ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। জাতীয় সংগীতের মাধ্যমে মূল অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সদস্য রোটাঃ আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার পিএইচএফ, চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি ও জীবনদীপের প্রতিষ্ঠাতা রোটাঃ অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, ক্লাবের সাবেক সভাপতি ও ফার্স্ট ডে সেলিব্রেশন কমিটির চেয়ারম্যান রোটাঃ অধ্যাপক মোঃ জাকির হোসেন আরএফএসএম, রোটাঃ নাছির উদ্দিন খান পিএইচএফ, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ, আইপিপি রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন পিএইচএফ, ভাইস প্রেসিডেন্ট রোটাঃ উজ্জ্বল হোসাইন আরএফএসএম, ক্লাবের সেক্রেটারী রোটাঃ মাহাবুবুর রহমান সুমন এমপিএইচএফ, চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি রোঃ কাজী আজিজুল হাকিম নাহিন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রোটাঃ অ্যাডঃ পলাশ মজুমদার আরএফএসএম, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ শাহীন আক্তার, রোটাঃ হাবিবুর রহমান পাটওয়ারী পিএইচএফ, ডিরেক্টর রোটাঃ অ্যাডঃ শাহাদাত হোসেন আরএফএসএম, রোটাঃ আবু সাঈদ কাউসার আরএফএসএম, চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সাবেক সভাপতি মাহমুদা খানম, আইপিপি মিতু আক্তার, সভাপতি নাছরিন আক্তার, সদস্য প্রীতি রাণী সাহা, চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের আইপিপি রোঃ নাজমুন নাহার, সেক্রেটারী রোঃ ওবায়েদুর রহমান, ইন্টার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুরের সভাপতি ইন্টাঃ সাহিরা নাছির প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি রোটাঃ পিপি কাজী শাহাদাত পিএইচএফ ও ফার্স্ট ডে সেলিব্রেশন অনুষ্ঠানের চেয়ারম্যান সাবেক সভাপতি রোটাঃ অধ্যাপক মোঃ জাকির হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন নবাগত সভাপতি ও সেক্রেটারী। নবাগত প্রেসিডেন্ট ও সেক্রেটারীকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতিসহ নেতৃবৃন্দ, চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতিসহ নেতৃবৃন্দ এবং চাঁদপুর ইন্টার‌্যাক্ট ক্লাবের সভাপতিসহ নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়