প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩, ০০:০০
৫০তম সনদপ্রাপ্তি দিবসে ক্লাব সচিবের ধন্যবাদ জ্ঞাপন
যে কোন ক্লাবের জন্যে চার্টার প্রাপ্তির দিনটি আলাদা তাৎপর্য বহন করে। এই দিনটি একটি ক্লাবের জন্মণ্ডপ্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত। যদিও ১৯৭০ সালের ২০ নভেম্বর রোটারী ক্লাব অব চাঁদপুরের জন্ম হয়, কিন্তু মহান মুক্তিযুদ্ধ ও আন্তর্জাতিক ঘাত-প্রতিঘাতের কারণে চার্টার সনদ পেতে বিলম্ব হয়। সেই চার্টার সনদ আমাদের ক্লাবের হস্তগত হয় ১২ এপ্রিল ১৯৭৪ সালে। তাই সঙ্গত কারণে এটিই আমাদের চার্টার প্রাপ্তির তারিখ। এ বছর আমাদের চার্টার সনদ প্রাপ্তির সুবর্ণ পঞ্চাশ অতিক্রান্ত হতে চলেছে। এ এক বিরল প্রাপ্তি। পবিত্র রমজান উপলক্ষে আয়োজনের ঘনঘটা না হলেও আমরা ঈদুত্তর পুনর্মিলনীতে তা বড় পরিসরে আয়োজনে আশাবাদী।
|আরো খবর
যারা আমাদের সাথে আছেন, ছিলেন বিগত পঞ্চাশ বছরে, তাদের সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আমরা কৃতজ্ঞ তাদের কাছে, যারা রোটারী আন্দোলনে আমাদের পথিকৃৎ হয়ে পথ দেখিয়েছেন। আজকের পঞ্চাশ বছর একদিন শতক ছাড়িয়ে যাবে। সেই শুভদিনের জন্যে আগাম শুভ কামনা তোলা রইল। রোটারী আন্দোলন এগিয়ে য়ায় সার্বিক মানবিক কল্যাণে।
ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, আরএফএসএম
সেক্রেটারি (২০২২-২০২৩)
চাঁদপুর রোটারী ক্লাব, চাঁদপুর।