প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩, ০০:০০
৫০তম সনদপ্রাপ্তি দিবসে ক্লাব সভাপতির কথা
আজ ১২ এপ্রিল চাঁদপুর রোটারী ক্লাবের চার্টার সনদ প্রাপ্তি দিবস। ১৯৭৪ সালের ১২ এপ্রিল রোটারী ইন্টারন্যাশনাল থেকে চাঁদপুর রোটারী ক্লাব সনদপ্রাপ্ত হয়। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রোটারী ভবনের ডাঃ নূরুর রহমান কনফারেন্স হলে কেক কাটার মাধ্যমে অনাড়ম্বরে দিবসটি উদযাপিত হবে।
|আরো খবর
১৯৭০ সালের ২০ নভেম্বর চাঁদপুর রোটারী ক্লাবের প্রতিষ্ঠা করা হয়। এর মাধ্যমেই চাঁদপুর শহর তথা এ অঞ্চলে রোটারীর পথচলা শুরু হয়েছিলো। ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মরহুম রোটারিয়ান ডাঃ নূরুর রহমানের অনুপ্রেরণায় চাঁদপুর রোটারী অঙ্গনে প্রবেশ করে। ১৯৭০ সালে ক্লাবের প্রতিষ্ঠা হলেও ক’মাস পরই মহান মুক্তিযুদ্ধ এবং দেশ স্বাধীনের পর নানা কারণে ক্লাবের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে কিছুটা দেরি হয়। পরবর্তীতে ১৯৭৪ সালের ১২ এপ্রিল রোটারী ইন্টারন্যাশনাল থেকে চাঁদপুর রোটারী ক্লাব চার্টার লাভ করে।
চাঁদপুর রোটারী ক্লাবের ৫২তম সভাপতি হিসেবে আমাদের ক্লাবের চার্টার প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তিতে সদস্যসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
রোটারী আন্দোলন দীর্ঘজীবী হোক।
খোরশেদ আলম পাটোয়ারী, আরএফএসএম
সভাপতি (২০২২-২৩)
চাঁদপুর রোটারী ক্লাব।