সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২২, ০০:০০

আলহাজ্ব মোঃ আবদুল হক মোল্লার কবিতা

আলহাজ্ব মোঃ আবদুল হক মোল্লার কবিতা
অনলাইন ডেস্ক

মাননীয় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফুলে-ফলে ধন্যা,

মাতৃরূপিনী স্নেহ আদরিণী

পীযূষ ধারায় বরেণ্যা।

মহান নেত্রী শেখ হাসিনা

দেশ শাসনে বিজ্ঞ,

সবার তরে সুভাষিণী

প্রজা পালনে দীক্ষ।

শেখ হাসিনার মানবতায়

দেশবাসী সুখে,

নয়তো তারা দুঃখণ্ডকষ্টে

মরতো ধুঁকে ধুঁকে।

জনকল্যাণে শেখ হাসিনা

দীপ্ত চন্দ্র সম,

অজ্ঞ দেশে বিজ্ঞতায়

সুকৌশলীতম।

গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড

শেখ হাসিনার হাতে,

বিশ্বাঙ্গনে সুনন্দিতা

মানবিক সুবাদে।

সোনার বাংলা অগ্রসরমান

মানবতার কাজে,

পদ্মা নদীতে সুদৃশ্য সেতু

সুবর্ণিল সাজে।

শেখ হাসিনার কষ্টার্জিত

লাল সবুজের হাসি,

স্বাধীনতার দীপ্ত সূর্য

সবাই ভালোবাসি।

নারী

(মাননীয় প্রধানমন্ত্রীকে নিবেদিত)

নারী তুমি মহীয়সী, গরীয়সী

ফুলে-ফলে ধন্যা,

মাতৃরূপিনী, স্নেহ আদরিণী

পীযূষ ধারায় বন্যা।

নারী কল্যাণে সুরা 'নেসা'

মহান আল্লাহর বাণী,

গৃহাঙ্গনে জ্ঞানের রাণী

হাদিসে সম্মানী।

নারী তুমি সুহৃদয়া

স্নেহাদরে তুষ্ট,

তোমার বক্ষে সুস্বাদু খাদ্য

নবাগত পুষ্ট।

নারী তুমি মাতৃজাতি

জান্নাত পদতলে,

সুসন্তান ভাগ্যবান

মাতৃভক্ত হলে।

আদম (আঃ) হাওয়ার বংশধর

বিশ্বাঙ্গনবাসী,

পিতৃ-মাতৃ সেবাদরে

স্বর্গাসনে হাসি।

মা ইলিশ

ইলিশ সুস্বাদু মাছ

সাগর-নদে বাস,

মা ইলিশ ডিম দিয়ে

করে আনন্দণ্ডউচ্ছ্বাস।

জাটকা ইলিশের পোনা

ক্রমান্বয়ে বাড়ে,

পুষ্ট ইলিশ সুস্বাদু

দৈনন্দিন আহারে।

গভীর পানির মাছ ইলিশ

ডিম ছাড়ে উজানে,

পদ্মা-মেঘনা চষে বেড়ায়

ছুটে সাগর পানে।

জাটকা নিধন ক্ষতিকর

বাড় বাড়ন্ত নাশে,

ভবিষ্যৎ বৃদ্ধিপ্রাপ্তি

হরহামেশা হ্রাসে।

কয়েক মাস জাটকা ধরা

বন্ধ রাখে যদি,

রূপালি মাছের আয়

আসবে নিরবধি।

জাটকা

সোনার বাংলা নদীমাতৃক

সাগর, নদে ভরা,

শস্য, শ্যামল সবুজবরণ

রূপসী অপ্সরা।

ইলিশ জাতীয় মাছ

গভীর জলে চরে,

দেশের সম্পদ আর্থিক লাভ

দরিদ্রতা হরে।

ডিম দেবার সময় ইলিশ

উজানেতে আসে,

ঝাঁকে ঝাঁকে ডিম রেখে

লম্ফঝম্পে ভাসে।

মেঘনা, পদ্মা ও অন্যান্য নদী

জাটকার চারণভূমি,

চৈত্র-বৈশাখ দু মাস

বাড়ন্ত মৌসুমি।

জাটকা ইলিশের পোনা

দিবা-রাতে বাড়ে,

পুষ্ট ইলিশ সুস্বাদু

দৈনন্দিন আহারে।

জাটকা নিধন ক্ষতিকর

ইলিশের বংশ লোপ,

দেশের ক্ষতি আর্থিক মন্দা

জনমনে ক্ষোভ।

জাটকা রক্ষায় সম্পদ বৃদ্ধি

অর্থ আসবে হাতে,

সোনার বাংলার সুবোধ মানুষ

থাকবে মাছেভাতে।

মাদক

মাদক নেশাজাত দ্রব্য

জ্ঞান-বুদ্ধি নাশে,

সুস্থ দেহ বিপর্যস্ত

মাদকের সন্ত্রাসে।

মাদকসেবী হেলেদুলে

নর্দমাতে পড়ে,

হৈহুল্লোড়ে মাতিয়ে তোলে

দুর্গন্ধ অধরে।

ভাষাহীন বাক্যালাপ

দেহশক্তি হীন,

উঠতে বসতে প্রাণান্ত

হস্তপদ লীন।

নেশার অর্থ না পেলে

মা-বাবাকে মারে,

কখনও প্রাণ হারায়

অকথ্য প্রহারে।

ইসলাম ধর্মে মাদক পান

নিষেধ গ্রন্থাকারে,

ধর্মে কর্মে সুন্দর মন

মাদক প্রত্যাহারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়