সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৯ জুন ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে ট্রাকচাপায় পিষ্ট হয়ে মজিবুর রহমান নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহত মজিবুর রহমান পাশর্^বর্তী রামগঞ্জ উপজেলার ফকিরপুর গ্রামের আবুল বাসারের ছেলে।

এ ঘটনায় অপর এক সিএনজি-অটোরিকশা চালকসহ আরো দুজন আহত হন। ২৮ জুন সোমবার ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ ও ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যান।

স্থানাীয় লোকজন জানান, ২৮জুন সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় নিহত মজিবুর রহমান তার সিএনজি-অটোরিকশাটি রেখে পাশেই দাঁড়িয়ে যাত্রীর জন্য অপেক্ষারত ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (চট্ট মেট্টো-১১-০৭৮৯) মজিবুর রহমানকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চাঁদপুর নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় অপর এক সিএনজি-অটোরিকশা চালক লিটন (৪৪) ও যাত্রী সাইফুল ইসলাম (৩৮) আহত হয়েছেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনার কথা শুনে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক ও ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়