সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৮

ফরিদগঞ্জে নিখোঁজের ৮ দিন পর মিললো নারীর মরদেহ

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে নিখোঁজের ৮ দিন পর মিললো  নারীর মরদেহ

ফরিদগঞ্জে নিখোঁজের ৮দিন পর পুকুরে ভাসমান অবস্থায় সুফিয়া বেগম (৭৪) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও গ্রামের চৌধুরী বাড়ির পুকুর থেকে সোমবার (২৩ ডিসেম্বর ২০২৪) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সুফিয়া বেগম তার পিতার বাড়ি একই ইউনিয়নের সেকদী হাজী বাড়ি থেকে গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় নিখোঁজ হন।

জানা গেছে, মানসিক ভারসাম্যহীন সুফিয়া বেগম তার পিতার বাড়ি একই ইউনিয়নের সেকদী হাজী বাড়িতে বসবাস করতেন। নিঃসন্তান সুফিয়া গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় নিখোঁজ হন এ বাড়ি থেকে। পরে পরিবারের লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে তার নিখোঁজের সংবাদ স্থানীয়ভাবে মাইকং করে। ২৩ ডিসেম্বর (সোমবার) সকালে মদনের গাঁও গ্রামের চৌধুরী বাড়ির পুকুরে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ দুপুরে তার মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ নারীর লাশ উদ্ধার করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়