শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৮

ফরিদগঞ্জে নিখোঁজের ৮ দিন পর মিললো নারীর মরদেহ

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে নিখোঁজের ৮ দিন পর মিললো  নারীর মরদেহ

ফরিদগঞ্জে নিখোঁজের ৮দিন পর পুকুরে ভাসমান অবস্থায় সুফিয়া বেগম (৭৪) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও গ্রামের চৌধুরী বাড়ির পুকুর থেকে সোমবার (২৩ ডিসেম্বর ২০২৪) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সুফিয়া বেগম তার পিতার বাড়ি একই ইউনিয়নের সেকদী হাজী বাড়ি থেকে গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় নিখোঁজ হন।

জানা গেছে, মানসিক ভারসাম্যহীন সুফিয়া বেগম তার পিতার বাড়ি একই ইউনিয়নের সেকদী হাজী বাড়িতে বসবাস করতেন। নিঃসন্তান সুফিয়া গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় নিখোঁজ হন এ বাড়ি থেকে। পরে পরিবারের লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে তার নিখোঁজের সংবাদ স্থানীয়ভাবে মাইকং করে। ২৩ ডিসেম্বর (সোমবার) সকালে মদনের গাঁও গ্রামের চৌধুরী বাড়ির পুকুরে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ দুপুরে তার মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ নারীর লাশ উদ্ধার করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়