সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৫

সেচ প্রকল্পে নির্বাচনের মাধ্যমে ম্যানেজার নির্ধারণে কৃষকদের মানববন্ধন

শাহরাস্তি ব্যুরো
সেচ প্রকল্পে নির্বাচনের মাধ্যমে ম্যানেজার নির্ধারণে কৃষকদের মানববন্ধন
নির্বচনের মাধ্যমে শাহরাস্তি উপজেলার খিলাখাল ভাসমান সেচ প্রকল্পের কেন্দ্রীয় ম্যানেজার নির্ধারণের দাবিতে মানববন্ধনের একাংশ।

শাহরাস্তি উপজেলার খিলাখাল ভাসমান সেচ প্রকল্পের কেন্দ্রীয় ম্যানেজার নির্বাচনের মাধ্যমে চূড়ান্তকরণের দাবিতে মানববন্ধন করেছে কৃষক ও উপশাখা স্কিম ম্যানেজারবৃন্দ। সোমবার (২৩ ডিসেম্বর ২০২৪) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে তারা দাবি করেন, উপশাখা স্কিম ম্যানেজারের স্বাক্ষর জাল জালিয়াতির মাধ্যমে প্রকল্প হস্তান্তর করা হয়েছে। ২০২৪-২৫ মৌসুমের স্কিম পরিচালনা বা হস্তান্তর নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি। আমরা কেন্দ্রীয় ম্যানেজার নির্ধারণে কারো পক্ষ থেকে কোনো ধরনের মৌখিক/লিখিত সমর্থন বা স্বাক্ষর প্রদান করিনি।

নোয়াপাড়া উপশাখা স্কিম ম্যানেজার মো. খোরশেদ আলম জানান, নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় ম্যানেজার নির্ধারণ ও প্রকল্প হস্তান্তরের দাবি করছি। উল্লাশ্বর পশ্চিম মাঠ উপশাখা স্কিম ম্যানেজার মাইনুদ্দিন জানান, ৫৬ জন উপশাখা স্কিম ম্যানেজারের মধ্যে আমরা অধিকাংশ ম্যানেজার ভোটাভুটির মাধ্যমে কেন্দ্রীয় ম্যানেজার চূড়ান্ত করতে চাই। এজন্যে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত জানান, কেন্দ্রীয় ম্যানেজার জহিরুল ইসলাম মাসুদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি বিগত সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন। তার কাছে সেচ প্রকল্পের মালামাল রয়েছে, যা উদ্ধারের চেষ্টা চলছে। বর্তমানে কেন্দ্রীয় ম্যানেজার হিসেবে সাইফুল ইসলাম দিদারকে মনোনীত করা হয়েছে। তিনি জানান, মানববন্ধনকারীদের অভিযোগ আমি পেয়েছি, পর্যালোচনা করে জানানো হবে। প্রয়োজনে তারা আগামী বছরের জন্যে প্রস্তুতি গ্রহণ করুক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়