সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১২

শ্রীনগরের মাছের বাজারে ক্রেতা সংকটে হতাশ বিক্রেতারা

আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সিগঞ্জ
শ্রীনগরের মাছের বাজারে ক্রেতা সংকটে হতাশ বিক্রেতারা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মাছের বাজারে বর্তমানে ক্রেতা সংকটের কারণে চরম হতাশার মুখে পড়েছেন মাছ বিক্রেতারা। খাল-বিল, পুকুর ও নদী থেকে সংগৃহীত নানা প্রজাতির মাছের ভরপুর বাজারেও বিক্রির হার অত্যন্ত কম।

শ্রীনগরের ঐতিহ্যবাহী আল আমিন বাজারে প্রতিদিন দেড় শতাধিক মাছ বিক্রেতা তাদের পণ্য নিয়ে বসেন। তবে, প্রচুর মাছ বাজারে উঠলেও তা বিক্রি করতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। বিক্রেতারা জানান, বাজারে যে পরিমাণ মাছ আসে, তার অর্ধেকও বিক্রি হচ্ছে না।

মাছ বিক্রেতা গোপাল জানান, তিনি ভোর থেকে বাজারে বসেছেন। সকাল বেলা কিছু ক্রেতা এলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের সংখ্যা কমতে থাকে। দিনশেষে নিয়ে আসা মাছের অর্ধেকও বিক্রি করতে পারছেন না। তিনি বলেন, "এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। অনেক সময় মাছ ক্রয়ের দামের চেয়েও কম দামে বিক্রি করতে হচ্ছে।"

অন্য বিক্রেতারাও একই অবস্থা জানিয়েছেন। তাদের কথায়, মাছ বিক্রির আয়ে সংসার চলে। তবে বাজার মন্দা হওয়ায় এখন চালান ভেঙে সংসার চালাতে হচ্ছে। তারা সরকারের কাছে সহযোগিতার আবেদন জানান। গোপাল বলেন, "যেভাবে ইলিশ ধরায় নিষেধাজ্ঞার সময় জেলেরা আর্থিক সহায়তা পায়, আমাদের জন্যও এমন কিছু উদ্যোগ নিলে ভালো হতো।"

বাজার কমিটির সেক্রেটারি আব্দুল আজিজ জানান, "নদীতে মাছ ধরেন যারা, তারা জেলে। জেলেদের জন্য সরকারি সহায়তা রয়েছে। তবে খুচরা মাছ বিক্রেতারা সাধারণত অন্য কাজও করেন, তাই তারা সরকারি সহযোগিতা পান না।"

বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, "বাজারে প্রচুর খাল-বিলের মাছ ওঠার কারণে খুচরা বিক্রেতাদের বিক্রি কমে গেছে। কেউ সহযোগিতা চাইলে বাজার কমিটির পক্ষ থেকে যতটুকু সম্ভব সহায়তা করা হবে।"

মাছ বিক্রেতারা আশাবাদী, বাজারে ক্রেতাদের উপস্থিতি বৃদ্ধি পাবে এবং তাদের ব্যবসা আবার আগের অবস্থায় ফিরে যাবে। তবে তার আগে সরকারি সহযোগিতা বা বাজার ব্যবস্থাপনায় কোনো উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়