শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ১৯:৪৫

মেঘনায় নিষিদ্ধ জালসহ আটক ৩ জেলে ও জাটকা মাছ বিক্রেতাকে অর্থদন্ড

মেঘনায় নিষিদ্ধ জালসহ আটক ৩ জেলে ও জাটকা মাছ বিক্রেতাকে অর্থদন্ড
অনলাইন ডেস্ক

চাঁদপুর মেঘনা নদীতে নিষিদ্ধ জালসহ আটক ৩ জেলে এবং ১ জন জাটকা ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে জেলা টাস্কফোর্সের ভ্রাম্যমান আদালত।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালানোর পর বিকেলে বড় স্টেশন মাছঘাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আর এম জাহিদ হাসান।

জেলা টাস্কফোর্স মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন। এ সময় ৫৫ কেজি জাটকা ও অন্যান্য মাছ, ১টি বেহুন্দি জাল এবং ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয় ।

অভিযানে অংশগ্রহণকারী জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান জানান, জেলা টাস্কফোর্সের বিশেষ কম্বিং অপারেশনের প্রথম ধাপের তৃতীয় দিনের অভিযান পরিচালিত হয়েছে। মেঘনা নদীর বিভিন্ন স্থানে এই অভিযানে ১টি বেহুন্দি জাল এবং ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মোবাইল কোর্টে ৩ জনের ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বড় স্টেশন মাছঘাট এলাকায় জব্দ করা হয় ৫০ কেজি জাটকা। ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, জাটকাসহ জব্দ ৫৫ কেজি পোনা মাছ স্থানীয় মাদরাসা, এতিমখানা ও জেলখানায় বিতরণ করা হয়। জব্দকৃত কারেন্ট ও বেহুন্দি জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

অভিযানে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. মামুনুর রশীদ, সহকারী পরিচালক মো. সুলতান মাহমুদ, ইলিশ প্রকল্প সহকারী মৎস্য কর্মকর্তা এস এম মুশফিকুর রহমান, নৌ পুলিশ এবং কোস্ট গার্ড চাঁদপুরের দুটি দল সার্বিক সহযোগিতা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়