প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৭
আল-হিলাল ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
'মানবতার সেবায় আত্মপ্রত্যয়ী' স্লোগানকে ধারণ করে আবারো ৫০০ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান আল-হিলাল ফাউন্ডেশন। চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের রালদিয়া ও আশিকাটি গ্রামে এলাকার অসহায় শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর ২০২৪) সকাল সাড়ে ৮টায় রালদিয়া বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন মাঠে এলাকার অসহায় শীতার্তদের খুঁজে শীত বস্ত্র বিতরণ করেন গ্রিন প্রোপার্টিজ বিডির পরিচালক ও আল হিলাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইয়াছিন ফরহাদ রাসেল।
এ সময় তিনি বলেন, ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে। তিনি আরো জানান, ফাউন্ডেশনের মাধ্যমে ভবিষ্যতে আরও ব্যাপক আকারে এই ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে। আপনারা জানেন, ফাউন্ডেশনের উদ্যোগে গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে রালদিয়ায় প্রায় তিন হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সেবা প্রদান করা হয়। আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার মমতাময়ী মাকে জান্নাতবাসী করেন আর আমি যেন আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি।
আল-হিলাল ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির ১নং সদস্য মো. সিরাজ প্রধানীয়ার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও আশিকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী বাবুল, ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ফয়েজুন্নেসা মুক্তা, আশিকাটি ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি মো. শাহাদাৎ খান, ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মমিন খান, সাধারণ সম্পাদক জামাল হোসেন খান, আশিকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. ফারুক গাজী, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. শাকিল মিজি, স্বেচ্ছাসেবক দলের নেতা জাকির হোসেন তপদার, সদর উপজেলা ছাত্রদলের প্রবাসীকল্যাণ সম্পাদক মো. সোহাগ মিজি, ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. আবু তাহের মিজি প্রমুখ।
ফাউন্ডেশনের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল হিলাল ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির সদস্য মো. মামুন খান, মো. শাহাদাত মোল্লা, বাপ্পি সরকার, মো. সাব্বির গাজী, মো. ইরফান পালোয়ান, আহাদ গাজী, রাব্বি বেপারী, মো. ফয়জুল্লাহ পালোয়ানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।