সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খালিদ হাসান তিনদিন ধরে নিখোঁজ, আরবি বিভাগের শিক্ষার্থীরা তার খোঁজে রাজু ভাস্কর্যে মানববন্ধন করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র খালিদ হাসান নিখোঁজ, সন্ধান চেয়ে মানববন্ধন

মো: জাকির হোসেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র খালিদ হাসান নিখোঁজ, সন্ধান চেয়ে মানববন্ধন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খালিদ হাসান।ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খালিদ হাসান গত তিনদিন ধরে নিখোঁজ। তার সন্ধান চেয়ে সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মানববন্ধন করেছে আরবি বিভাগের শিক্ষার্থীরা।

মানববন্ধনে খালিদের বাবা লুৎফর রহমান উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমার ছেলে বেঁচে আছে কি না, জানি না। আমি জানি না তার বন্ধু আছে, না শত্রু আছে। আপনাদের কাছে আবেদন, আমার ছেলেকে উদ্ধার করুন।”

এসময় আরবি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন মন্তব্য করেন, “যারা জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন, তাদের ওপর বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে। খালিদ কয়েকদিন থেকে নিখোঁজ, আমরা তার সন্ধান চাই।”

সহ-সমন্বয়ক সরদার নাদিম শুভ বলেন, “৭২ ঘণ্টা ধরে খালিদ নিখোঁজ, অথচ পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। সরকারের গোয়েন্দা সংস্থা কোথায়?”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানিয়েছেন, “গোয়েন্দা পুলিশ (ডিবি) এখনও খালিদের বিষয়ে কোনো তথ্য পাননি।” সিসিটিভি ফুটেজে ২০ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে ঢাবির দোয়েল চত্বরে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। খালিদের বাড়ি কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়ায়।

এ ঘটনায় উদ্বিগ্ন শিক্ষার্থীরা তার দ্রুত উদ্ধার দাবি করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়