মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ২০:২১

শাহরাস্তি মাতালেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী মনির খান

মো. মঈনুল ইসলাম কাজল।
শাহরাস্তি মাতালেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী মনির খান
শাহরাস্তির খিলা বাজার বন্ধু ক্লাব আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করছেন কণ্ঠশিল্পী মনির খান।

শাহরাস্তি মাতালেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী মনির খান। রোববার (১৫ ডিসেম্বর ২০২৪) শাহরাস্তির খিলাবাজার বন্ধু ক্লাব আয়োজিত মাদক ও ইভটিজিং বিরোধী ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যায় তিনি গান পরিবেশন করেন। খিলাবাজার স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

খিলাবাজার বন্ধু ক্লাবের প্রধান উপদেষ্টা মো. ফখরুল ইসলাম বিলাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভুঁইয়া, সহ-সভাপতি আবু ইউছুফ রুপম, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার, পিপিএম (বার), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, খিলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সুব্রত কুমার সরকার, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মোজাহের হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুস ছাত্তার প্রমুখ।

সন্ধ্যায় সাংবাদিক ও নাট্যকার জাহাঙ্গীর আলম হৃদয়ের উপস্থাপনায় দেশবরেণ্য জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান ও অন্যান্য কন্ঠ শিল্পীর অংশগ্রহণে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নেচে গেয়ে উপভোগ করেন আগত দর্শক-শ্রোতাবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়