বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০০:০০

কচুয়ায় জোরপূর্বক ভূমি দখলের চেষ্টায় থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি ॥
কচুয়ায় জোরপূর্বক ভূমি দখলের চেষ্টায় থানায় অভিযোগ

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে জোরপূর্বক ভূমি দখলের চেষ্টা ও ভুক্তভোগী পরিবারকে হুমকির অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সম্প্রতি ডুমুরিয়া গ্রামের ৯নং ওয়ার্ডের নোয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ শহীদ উল্লাহর ছেলে মোঃ বাহার হোসেন (৩৬) বাদী হয়ে রিদার বাড়ির আবুল হোসেনের ছেলে ঈমান হোসেন (৪০) ও হাবিব (৩৫)সহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে কচুয়া থানায় এ অভিযোগটি দায়ের করেন।

ভূমির মালিক ভুক্তভোগী মোঃ বাহার হোসেন জানান, আমি খরিদসূত্রে কচুয়া থানার সাবেক ১২৬নং হালে ৮৯নং ডুমুরিয়া মৌজার সি. এস ১৯৭, আরএস ২০২, বিএস ৮৯ ও ২৫২, খারিজি খতিয়ান-১১৩৯, সাবেক দাগ-৬৫, ২৬৭ হাল দাগে মোট ৩৪ শতাংশ ভূমি শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। সম্প্রতি প্রতিপক্ষের লোকজন রাতের আঁধারে আমাকে বেদখল করে আমার সম্পত্তি দখল করার উদ্দেশ্যে বেশ কয়েকটি ফলদ গাছ ও চারা কেটে বাকবিতণ্ডায় জড়ায়। ফলে আমরা নিরূপায় হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। প্রতিপক্ষ আমাদের বিভিন্নভাবে হুমকি প্রদান করে। তারা আমাদের ক্রয়কৃত জমি ক্রয় করেছে। অভিযোগ তুলে আমাদের বেদখল করার পাঁয়তারা করছে।

প্রতিপক্ষের লোকজন আশপাশের এলাকার ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার দখলি জমিতে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। আমি বাধা প্রয়োগ করলে তারা আমার বাবার উপর চড়াও হয়ে বাবাকে মারধর করার জন্যে এগিয়ে আসে। এ সময় আমি বাধা দিতে চাইলে প্রতিপক্ষের লোকজন আমাকে উদ্দেশ্য করে বলে, ওই জমিতে আমি কখনো প্রবেশ করলে আমাকে ও আমার পরিবারের লোকজনকে প্রাণে মেরে লাশ গুম করে ফেলবে। পরবর্তীতে আমি এ ঘটনায় কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করি। এ বিষয়ে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়