প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০০:০০
চাঁদপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার ॥ স্বামী ও শ্বশুর গ্রেপ্তার
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহ্মাহমুদপুর ইউনিয়নের লোধেরগাঁও গ্রাম থেকে সোনিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রোববার দুপুরে সোনিয়ার স্বামী মাহবুব হোসেন মল্লিক ও শ্বশুর অহিদ মল্লিককে গ্রেপ্তার করা হয়।
গৃহবধূ সোনিয়ার পরিবারের দাবি, সোনিয়াকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। এর আগে চাঁদপুর সহকারী জজ ও পারিবারিক আদালতে বিভিন্ন খাত ও যৌতুক বাবদ ৭ লাখ ৮০ হাজার টাকা ফেরত চেয়ে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন সোনিয়া। পরে এ নিয়ে এলাকায় সালিস হয়। সোনিয়ার বাবার বাড়ি ও স্বামীর বাড়ি একই গ্রামে। দুই বছর আগে তাদের বিয়ে হয়।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কুদ্দুছ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। এ বিষয়ে আদালতে একটি মামলা চলমান। আত্মহত্যা প্ররোচণা মামলায় স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সূত্র : ইনডিপেনডেন্ট টিভি