প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০০:০০
চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেনের অবসর গ্রহণ
চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন চাকুরি থেকে অবসর গ্রহণ করেছেন। গত ২৯ জুন থেকে তিনি অবসরোত্তর ছুটিতে যান। ৩০ জুন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। গত ২৯ জুন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এসব তথ্য জানা যায়।
জানা গেছে, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন ২০১৯ সালের ৭ এপ্রিল চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। ৫ বছর ২ মাস ২২ দিন তিনি এ পদে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শাহরাস্তি উপজেলার কৃতী সন্তান। সর্বশেষ তিনি শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন। তাঁর সহধর্মিণী পুরাণবাজার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক।