রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জ

প্রবীর চক্রবর্তী ॥
ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৬ মার্চ) দিবসের সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ৩১ বার তোপধ্বনি শেষে শহিদদের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।

পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ, পৌর মেয়র, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, ফরিদগঞ্জ প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য বিভাগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মণ্ডলের সভাপতিত্বে স্বাধীনতা দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, থানার ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদ উল্যাহ তপাদার, আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়