প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০০:০০
পশ্চিম সকদীতে সম্পত্তিগত বিরোধের হামলায় নারীসহ আহত ৪
২৬ মার্চ ইফতারের পর চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামের বকশী মিজি বাড়িতে সম্পত্তিগত বিরোধের হামলায় নারীসহ ৪ জন আহত হয়েছে।
জানা যায়, আবুল বাশার মিজির পৈত্রিক সম্পত্তিতে তার ছেলে খোকন মিজি বিল্ডিং নির্মাণ কাজ করে আসছেন। একই বাড়ির জাহাঙ্গীর মিজি, আলমগীর মিজি, সুমন মিজি ও আলামিন মিজি রাস্তার পথকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায় এবং বসতঘর ভাংচুর করে। এমনকি খোকন মিজির ঘরে থাকা ঘর নির্মাণ করার ২ লাখ টাকা নিয়ে যায়। হাবিবের স্ত্রী মৌসুমির গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইনও চিনিয়ে নেয়।
হামলায় আহতরা হলেন : ফজিলাতুন্নেছা (৬৬), মোঃ খোকন (২৭), মোঃ হাবিব (২৯) ও হৃদয় (১৮)।
এদের ওপর হামলা করে তাদেরকে ঘরে আটকে রাখে। রাত ১১টায় আহত হাবিব চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।