প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০০:০০
গোবিন্দপুরে কাদের মেম্বারের সহযোগিতায় অসহায়দের মাঝে চাল বিতরণ
ফরিদগঞ্জ উপজেলার ১০নং গোবিন্দপুর ইউনিয়নে গরিব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল বিতরণ করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার বিশিষ্ট সমাজসেবক আঃ কাদির তপাদার। শনিবার সকালে ইউনিয়নের ৭নং ওয়ার্ড পশ্চিম লাড়ুয়া গ্রামের কাদির তপাদার বাড়িতে এ চাল বিতরণ করা হয়।
এ সময় আঃ কাদির মেম্বার বলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমএ হান্নান সাহেবের নির্দেশনায় প্রতিবছর রমজান মাস আসলে তিনি গরিব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। তার ধারাবাহিকতায় এ বছরও তিনি এলাকার গরিব অসহায়দের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এ সময় তিনি আলহাজ্ব এমএ হান্নানের সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান, সিরাজ তপাদার, হান্নান, শহীদ আখনসহ আরও অনেকে।