সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০০:০০

মোহাম্মদ উল্লাহ কাদিরখিল সপ্রাবির সভাপতি নির্বাচিত

মোহাম্মদ মহিউদ্দিন ॥
মোহাম্মদ উল্লাহ কাদিরখিল সপ্রাবির সভাপতি নির্বাচিত

কচুয়ার ৩৮নং কাদিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ উল্লাহ। বুধবার সকালে সহদেবপুর পশ্চিম ইউনিয়নে অবস্থিত বিদ্যালয়টির প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বশির আহমেদ বাবুর সঞ্চালনায় অভিভাবকদের সাথে মতামতের ভিত্তিতে ১১ সদস্যদের বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়। অভিভাবকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে মহিলা অভিভাবক সদস্য হনুফা বেগম ও ফারজানা আক্তার, পুরুষ সদস্য জুলফিকার হোসেন ও জামাল চৌধুরী, পদাধিকার বলে সদস্য সচিব প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এবং ইউপি সদস্য শাহজালাল শিকদার নির্বাচিত হন।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ উল্লাহ বলেন, বিদ্যালয়টির শিক্ষাব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা বাস্তবায়নের জন্যে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। এ সময় তিনি সম্মানিত শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জাহিদুল ইসলাম সবুজ, সাহেব আলী, আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম মুন্সী, আমির হোসেন, সদ্য বিদায়ী সভাপতি গোলাম কিবরিয়া, যুবলীগ নেতা আলম চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়