প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০০:০০
মতলব দক্ষিণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান
মতলব দক্ষিণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্ব স্ব প্রতিষ্ঠানে দিবসটি পালন করা হয়।
রোববার ১৭ মার্চ সকাল ১১টায় কালিয়াইশ ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইউনুছ আলীর সভাপতিত্বে এবং ইংরেজি প্রভাষক ফয়জুল্লাহ পাভেলের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, বাংলা প্রভাষক শাহ মিরান, সহকারী অধ্যাপক মফিজুল ইসলাম, সহকারী শিক্ষক মনির হোসেন ফয়েজি প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইউনুছ আলী।
নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কাজী জহিরুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র, শাহ আলম বিএসসি, মিজানুর রহমান, মোস্তফা কামাল, নেছার উদ্দিন, ইমরুল কায়েস তারেক প্রমুখ। আলোচনা শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জিয়াউর রহমান।
এদিকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া মুনাজাত, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করেছে লাকশিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয়। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আবুল কাশেম ও ইব্রাহিম সরকারের যৌথ উপস্থাপনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সহকারী শিক্ষক জহিরুল ইসলাম বিএসসি, রোকসানা আক্তার, নিরতী রাণী রায়, জহির রায়হান প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাহবুবুল আলম। পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।