প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০০:০০
নারায়ণপুর ডিগ্রি কলেজ
মতলব দক্ষিণে নারায়ণপুর ডিগ্রি কলেজের আয়োজনে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মুনাজাত।
১৭ মার্চ রোববার সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এরপর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মুনাজাতের আয়োজন করা হয়। কলেজের যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. আফম সাঈফুর রহমান ভূঁইয়ার সভাপ্রধানে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুক্তার আহাম্মদের উপস্থাপনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন ও বিজন কুমার সরকার। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলামি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল হক।