প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০০:০০
কড়ইয়া ইউনিয়ন
কচুয়ার কড়ইয়া ইউনিয়নের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ১৭ মার্চ রোববার কড়ইয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন উপলক্ষে র্যালি, কোরআন খতম, মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়। ইউপি চেয়রম্যান আবদুস ছালাম সওদাগরের নেতৃত্বে নলুয়া বাজারে র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস ছালাম সওদাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বক্কর মিয়াজীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক মিন্টু, সাবেক সভাপতি আলী আকবর শেঠ, মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার, কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু তাহের, যুবলীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন প্রধান, ছাত্রলীগের আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন প্রমুখ। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শ্রীরামপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম মজুমদার। আলোচনা শেষে অংশগ্রহণকারী এতিমখানার ছাত্র ও সকলের মাঝে উন্নতমানের ইফতার বিতরণ করা হয়। ইউপি সদস্য মোজাম্মেল হক, সেলিম প্রধান, আঃ জলিল, মিন্টু মিয়া, সফিউল্লাহ, আঃ হান্নান, আওয়ামী লীগ নেতা সামুল আলম, সোলাইমান মিয়াজী, আঃ মালেক, মোখলেছুর রহমান, যুবলীগ নেতা শাহজালাল, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম রিয়াদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুকুর আলম মৃধাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।