সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০০:০০

হাজীগঞ্জ ডিগ্রি কলেজ

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জ ডিগ্রি কলেজ

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার ১৭ মার্চ সকালে কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে জাতির পিতার প্রতিকৃতিতে সশ্রদ্ধ সালাম পেশ করেন বিএনসিসির সদস্যরা। এরপর কলেজ গভর্নিংবডি, উপাধ্যক্ষ, শিক্ষক-কর্মচারী, স্কাউটস ও রেডক্রিসেন্টের সদস্যরা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

সভায় অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না। তিনি জাতীয়তাবাদী আন্দোলন, স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতার মহানায়ক। তাঁর অনুপ্রেরণায় বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে পাক হানাদার বাহিনীকে বিতাড়িত করে এ দেশকে মুক্ত করেন। আমরা তাঁর ও তাঁর পরিবারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

সহকারী অধ্যাপক তৌহিদা আকতারের উপস্থাপনায় সভায় গভর্নিংবডির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আজিম মজুমদার, মোহাম্মদ শামছুজ্জামান, আরিফ হোসেন মজুমদার, অহিদুল ইসলাম চৌধুরী মহন, শিক্ষকদের মধ্যে নাজমা আক্তার, মোহাম্মদ মাকছুদুর রহমান, মোঃ বেলাল হোসেন, বিলকিস আরা বেগম ও মোঃ উজ্জ্বল হোসেন। বক্তব্য শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক আবু নোমান মোঃ মফিজুর রহমান।

দোয়া ও মোনাজাতে মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী এবং বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারবর্গের মধ্যে শাহাদাতবরণকারীদের মাগফেরাত কামনা এবং হাজীগঞ্জ-শাহরাস্তির সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম ও তাঁর সহধর্মিণী, কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদ উল্লা মিয়া, ভূমিদাতা সদস্য, অধ্যক্ষ, গভর্নিংবডির সদস্য ও শিক্ষক-কর্মচারীবৃন্দসহ সকলের জন্যে দোয়া করা হয়। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়