শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

চাঁদপুর উদয়ন শিশু বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর উদয়ন শিশু বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন

চাঁদপুরের ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান উদয়ন শিশু বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন হয়েছে। ১৭ ফেব্রুয়ারি শনিবার কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্ক ও শালবন বিহারে এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দিন সকাল সাড়ে ৭টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ হতে চারটি বাসযোগে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা ম্যাজিক প্যারাডাইস পার্কের উদ্দেশ্যে রওনা হয়। দুপুর ১১টার মধ্যে শিক্ষার্থীদের বহনকারী বাসগুলো প্যারাডাইসের সামনে এসে উপস্থিত হয়। এরপর সকালের নাস্তা খেয়ে পার্কের ভেতরে প্রবেশ করে বিভিন্ন রকমের রাইডে শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দ উপভোগ করেন। দুপুর আড়াইটায় দুপুরের খাবার খেয়ে পুনরায় বাসযোগে শালবন বিহারে উপস্থিত হন। সেখানে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন উপভোগের পর র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। তারপর সকলের জন্যে পুরস্কারের ব্যবস্থা করা হয়।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নাজমুন নাহার বলেন, মূলত শিশুদের আনন্দ দেয়া ও বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করার জন্যে আজকের এই শিক্ষা সফর। আশা করি শিশুরা কিছু শিখতে পেরেছে। সবশেষে সন্ধ্যা ৭টায় শালবন বিহার থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন সকলে। শিক্ষা সফরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ১৮৫জন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়