প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০
মতলব উত্তরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা
মতলব উত্তরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৬৮ জনের অংশগ্রহণের মধ্য দিয়ে বৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি, ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক সাখাওয়াত হোসেন সরকার মুকুল, সদস্য সচিব নূরুল আমিন পাটোয়ারীসহ অংশগ্রহণকারী কিন্ডারগার্টেনের শিক্ষকগণ।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো : অক্সফোর্ড একাডেমি, নন্দলালপুর কিন্ডারগার্টেন, নার্গিস কিন্ডারগার্টেন, টরকী ক্যাডেট একাডেমি, লিটল ফ্লওয়ার কিন্ডারগার্টেন, ফিউচার ড্রিম একাডেমি, মোহাম্মদিয়া (সাঃ) একাডেমি, হাতিঘাটা কিন্ডারগার্টেন, হাজী আক্রাম আলী একাডেমি ও ক্যামব্রীজ একাডেমি।
মতলব উত্তর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন সরকার মুকুল বলেন, মতলব কিন্ডারগার্টেন এসোসিয়েশন প্রতিষ্ঠার শুরু থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরও আগ্রহী করে তুলতে এ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজন।