প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:৩৩
সংযুক্ত আরব আমিরাতে এনআরবি সিআইপি অ্যাওয়ার্ড সম্মাননা ২০২৫
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সার্ক সাংবাদিক ফোরামের শুভেচ্ছা
সংযুক্ত আরব আমিরাতে এনআরবি সিআইপি অ্যাওয়ার্ড ২০২৫ উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪-এর অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সার্ক সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এই শুভেচ্ছা বিনিময় করেন ফোরামের দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক ইয়াকুব সৈনিক। সঞ্চালনার দায়িত্বে ছিলেন কামরুল হাসান জনি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমান রাজ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাঈদ রাশেদ হোমাইদ আল-নোয়াইমী, আবুধাবী বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ, বাংলাদেশ দুবাই কনস্যুলেটের নবনিযুক্ত কনসাল জেনারেল রশেদুজ্জামান, উপদেষ্টার একান্ত সচিব মাহফুজুল আলম ভূঁইয়া, আয়োজনের সমন্বয়কারী প্রকৌশলী সালাউদ্দীন আহমেদ এবং সদস্য সচিব শিবলী আল সাদিক।
প্রধান অতিথি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার বক্তব্যে বলেন, "প্রবাসী বাংলাদেশিরা আমাদের দেশের গর্ব। তারা পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশের উন্নয়নে তাদের অবদানকে যথাযথ মূল্যায়ন করা হবে।"
আজমান রাজ পরিবারের প্রতিনিধি শেখ মোহাম্মদ সাঈদ রাশেদ হোমাইদ আল-নোয়াইমী বলেন, "বাংলাদেশি কর্মীদের সুনাম এবং তাদের কর্মদক্ষতা সবসময়ই প্রশংসার যোগ্য। আমিরাতের উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ। পুরো আয়োজনটি ছিলো উৎসবমুখর এবং প্রবাসী বাংলাদেশিদের জন্যে অনুপ্রেরণাদায়ক। আয়োজক কমিটি ঘোষণা দেয়, প্রবাসীদের অর্জন ও স্বীকৃতি তুলে ধরার এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এনআরবি সিআইপি অ্যাওয়ার্ড ২০২৫ শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের প্রচেষ্টাকে স্বীকৃতি ও সম্মানের মাধ্যমে উদযাপন করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।