সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:২৬

স্পেনে জিয়াউর রহমানের জন্মদিন উদ্যাপিত

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে
স্পেনে জিয়াউর রহমানের জন্মদিন উদ্যাপিত

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে মাদ্রিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি ২০২৫) রাতে রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার বাংলা টাউন রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ সামছু। সংগঠনের সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির। বক্তব্য রাখেন স্পেন বিএনপি নেতা সৈয়দ মাসুদুর রহমান নাসিম, আব্দুল আওয়াল খান , শহীদুল ইসলাম, শামীম খান বিপ্লব প্রমুখ।

মাদ্রিদ মহানগর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ। যুবদল নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মানিক বেপারী, আব্দুল মজিদ সুজন, ইয়াছিন আরাফাত শুভ প্রমুখ। মহানগর বিএনপির অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিনহাজ ইসলাম, শাপিন মজুমদার, মো. সাঈদ আহমেদ, মাসুম আহমেদ, মো. রফিক আহমেদ, আবু বক্কর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা। জিয়াউর রহমানের জন্যেই বাংলাদেশ আজ উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছে।আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গড়বে বাংলাদেশ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুল্লাহ আল জিহাদ।

সভাশেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়