প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জের পশ্চিম হর্ণিতে ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে পশ্চিম হর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে প্রবীণ আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা হেলাল মৃধার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও এমপি প্রতিনিধি রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ নেতা ফারুক হোসেন, সবুজ হোসাইন, ফজলুল হক প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাইনুল ইসলাম রাসেল, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান নান্নু গাজী, পৌর ছাত্রলীগ সভাপতি আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক হৃদয় গাজী, ওয়ার্ড আওয়মী লীগ নেতা তসলিম গাজী, তারিক উল্যা, হেদায়েত উল্যা ঢালী, আনোয়ার উল্যা, রাজ্জাক নুরু সর্দার, অহিদ সৈয়াল, ইউসুফ হোসেন, ফজলুল করিম মুন্সি, মনুমিয়া মজুমদার, দুলাল হাজী, মুকবুল হাজী, মুনসুর প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের সামনে নির্বাচন। উন্নয়নের স্বার্থে আমরা আওয়ামী লীগের প্রার্থী তথা শেখ হাসিনার প্রার্থী মুহম্মদ শফিকুর রহমানকে এবারো বিজয়ী করবো।