প্রকাশ : ০৯ এপ্রিল ২০২২, ০০:০০
চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গত ৭ এপ্রিল চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডস্থ ইলিশ চত্বর এলাকায় আবরার রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউজে বাসি গ্রীল পাওয়ায় এবং পণ্যের মূল্য না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন। এছাড়াও বাসস্ট্যান্ড এলাকায় তরমুজ ব্যবসায়ীদেরকে ন্যায্যমূল্যে তরমুজ বিক্রি করতে বলা হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান অব্যাহত রয়েছে।