রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২২, ০০:০০

বাড়ছে না ছুটি, ২২ এপ্রিল পর্যন্ত প্রাথমিকের ক্লাস
অনলাইন ডেস্ক

রমজানে ছুটির বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগের সিদ্ধান্তেই অটল রয়েছে। ফলে আগামী ২২ এপ্রিল (২০ রমজান) পর্যন্ত প্রাথমিকের ক্লাস চলবে। ৪ এপ্রিল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।

তিনি বলেন, মাধ্যমিক স্তরে রমজানের ছুটি বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে শুনেছি। কিন্তু প্রাথমিকে ছুটির বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। তাছাড়া, আমরা অনেক আগে থেকেই বলছি, প্রাথমিকে ২০ রমজান পর্যন্ত ক্লাস চলবে।

এর আগে পুরো রমজান মাস ছুটি চেয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়। স্মারকলিপিতে বলা হয়, চৈত্র মাসের প্রচ- গরমে রোজা রেখে ক্লাস নেওয়া খুবই কষ্টসাধ্য হবে। বিশেষ করে প্রাথমিকের ৮০ শতাংশ শিক্ষক নারী হওয়ায় তা আরও বেশি কষ্টকর হবে তাদের জন্য।

স্মারকলিপিতে আরও বলা হয়, অনেক বছর ধরে বদলি বন্ধ থাকায় অধিকাংশ শিক্ষক নিজ বাসস্থান থেকে অনেক দূরের স্কুলে শিক্ষকতা করছেন। রমজান মাসে সকালে গাড়ি, সিএনজি, রিকশা ইত্যাদি কম চলাচল করে। ফলে দূরবর্তী বিদ্যালয়গামী শিক্ষকদের যানবাহন পেতে খুবই সমস্যা হবে। এছাড়া সকাল বেলা রাস্তাঘাট নিরিবিলি থাকার ফলে ছিনতাইসহ নানা অপ্রীতিকর ঘটনার শিকার হতে পারেন নারী শিক্ষক। সূত্র : ঢাকা পোস্ট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়