রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২২, ০০:০০

বিষ্ণুপুরে আদালতের রায় নিয়েও জমি দখলে যেতে পারছেন না আবুল বাশার
জি এম আব্দুল কাদির ॥

চাঁদপুর সদরের ১নং বিষ্ণুপুর ইউনিয়নের সুগন্ধি গ্রামের মৃত খলিল গাজীর ছেলে মোঃ আবুল বাশার গাজী আদালতের রায় নিয়েও জমির ভোগ-দখলে যেতে পারছেন না।

জানা যায়, একই বাড়ির আব্দুল আজিজ গাজীর ছেলে জামাল গাজী (৩১), মানিক গাজী (৪০) ও রফিক গাজী (৪২)-এর বিরুদ্ধে ২০১৫ সালে মোঃ আবুল বাশার বাদী হয়ে চাঁদপুর জজকোর্টের নি¤œ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে ২০১৮ সালে আদালতের রায় বাদীপক্ষের অনুকূলে এলে বিবাদীপক্ষ উচ্চ আদালতে আপিল করেন। আপিলের রায়ও বাদী আবুল বাশারের পক্ষে আসে। বর্তমানে আদালতের দুটো রায় নিয়েও জমির দখলে যেতে পারছেন না আবুল বাশার। যখনই তার জমিতে কোনো কিছু করতে চান তখনই মামলার বিবাদী রফিক গাজী গং পাশর্^বর্তী বাড়ির মান্নান গাজীর ছেলে আশ^াদ গাজী ও ফারুক গাজী, হাফেজ গাজীর ছেলে আলমগীর গাজীদের দিয়ে বাধা দেন। তারা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়।

গত ২১ জানুয়ারি ২০২২ সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে আবুল বাশারের বাঁশ বাগান থেকে রফিক গাজী গং ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে ১০-১২টি বাঁশ কেটে নিয়ে যায়। তখন আবুল বাশার নিরূপায় হয়ে চাঁদপুর পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন।

বর্তমানে আদালতের রায় নিয়েও জমি দখলে যেতে পারছেন না বলে জানান ভুক্তভোগী আবুল বাশার গাজী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়