প্রকাশ : ১১ জানুয়ারি ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ জানুয়ারি সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪টি সদস্য পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৪৩০জন ভোটারের মধ্যে ৩৩৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফী ফলাফল ঘোষণা করেন।
৭ জন প্রার্থীর মধ্যে ১৬৫ ভোট পেয়ে মোঃ শাহাজাহান প্রথম, ১৫০ ভোট পেয়ে মোঃ শহিদ মিজি দ্বিতীয়, ১৪৭ ভোট পেয়ে মোঃ আব্দুর রকিব মিজি তৃতীয় এবং ১৩৫ ভোট পেয়ে মোঃ বিল্লাল হোসেন মুন্সী চতুর্থ হন।