প্রকাশ : ০৭ জুলাই ২০২১, ০০:০০
দেশের রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে অন্যতম নারী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগ। স্বাধীনতার নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। এ উপলক্ষে চাঁদপুর জেলা যুব মহিলা লীগের উদ্যোগে গতকাল ৬ জুলাই মঙ্গলবার বিকেলে সংগঠনের চাঁদপুর জেলার শাখার সাধারণ সম্পাদক ফারহানা জাফরের গুয়াখোলাস্থ বাসভবন হোসেন মঞ্জিলে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের চাঁদপুর জেলা সভানেত্রী ও চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহানা জাফরের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ-সভানেত্রী ইতু চক্রবর্তী, সহ-সভানেত্রী ও পৌর মহিলা কাউন্সিলর ফেরদৌসী আক্তার, সহ-সভানেত্রী ও পৌর মহিলা কাউন্সিলর শাহিনা বেগম, সাংগঠনিক সম্পাদিকা নাহার ভূঁইয়া, ফাতেমা বারী, নাজমা আলম, সাংস্কৃতিক সম্পাদক সোমা দত্ত, প্রচার সম্পাদক জাহানারা আক্তার ও অর্থ সম্পাদক রোজিনা আক্তার। সভায় সংগঠনের জেলা শাখা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে সংগঠনের সভানেত্রী ফরিদা ইলিয়াছ ও সাধারণ সম্পাদিকা ফারহানা জাফরের নেতৃত্বে কেক কাটা হয়।
উল্লেখ্য, বৈশ্বিক মহামারী করোনা এবং চলমান লকডাউনের কারণে একান্তই ঘরোয়া পরিবেশে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এ বছর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।