মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ২১:৪৯

ফয়েজ আহমদ মন্টুর রুহের মাগফেরাত কামনায় দোয়া

ফয়েজ আহমদ মন্টুর রুহের মাগফেরাত কামনায় দোয়া
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরের বিশিষ্ট সংগঠক, ব্যবসায়ী ও সমাজসেবক,

পুরাণবাজার একুশ উদযাপন পরিষদের সভাপতি, নদী ভাঙ্গন প্রতিরোধ সংগ্রাম কমিটির নেতা মরহুম ফয়েজ আহমদ মন্টুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়ানুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

সোমবার (২৩ ডিসেম্বর ২০২৪) বাদ আসর পুরাণবাজার নিতাইগঞ্জ রোডস্থ মুসলিম যুবক সমিতি মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম হাফেজ মাওলানা শহীদুল ইসলাম।

উল্লেখ্য, ফয়েজ আহমেদ ভূঁইয়া মন্টু ঐতিহাসিক পুরাণবাজার জামে মসজিদ মার্কেটে ভূঁইয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী ছিলেন।

ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজের সাথে সম্পৃক্ত ছিলেন।

গত শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। পরদিন শনিবার তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার বাগাদী ইউনিয়নে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মরহুমের ছোট ভাই জাকারিয়া ভূঁইয়া বতু জানান, মৃত্যুকালে আমার ভাইয়ের বয়স ছিলো ৭১ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অনেক শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পুরাণবাজার নিতাইগঞ্জ মুসলিম যুবক সমিতি মসজিদে ফয়েজ আহমদ মন্টুর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়