সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৭ জুলাই ২০২১, ০০:০০

কচুয়ায় বসতঘরে চুরি
ফরহাদ চৌধুরী ॥

কচুয়ায় রাতের অন্ধকারে বসতঘরে চুরির ঘটনার ঘটেছে। ৫ জুলাই সোমবার রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের সময় কড়ইয়া ইউনিয়নের বড় হায়াতপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে বড়হায়াতপুর দক্ষিণপাড়া নতুনবাড়ির সৌদি প্রবাসী আমির হোসেনের বসতঘরের দরজার তালা ভেঙ্গে চোরের দল ভেতরে প্রবেশ করে। ঘরে কেউ না থাকায় অনায়সে ব্রিফকেস ও ওয়্যারড্রব থেকে ২ জোড়া স্বর্ণের কানের দুল, ২টি চেইন, পায়ের নুপুর, ১টি নাকফুল, ঘরে থাকা ১টি বাইসাইকেল, নগদ ৫৫ হাজার টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে কচুয়া থানার সেকেন্ড অফিসার মোঃ তাজুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য মোঃ মানিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় প্রবাসী আমির হোসেনের ছেলে আবু হানিফ মঙ্গলবারের রাতের চুরির সময়কার ভিডিও ফুটেজ সেকেন্ড অফিসার মোঃ তাজুল ইসলামকে দেখান। ভিডিও ফুটেজে দেখা যায়, মধ্যরাতে মাস্ক পরিহিত দু’জন চোর ঘরে প্রবেশ করে।

আবু হানিফ আরো জানান, আমাদের বাড়িতে প্রায়ই চুরি হয়। লোকজন কম বলে আমরা সিসি ক্যামেরা স্থাপন করেছি। তারপরও চুরি বন্ধ হচ্ছে না। প্রশাসনের নিকট চুরি বন্ধে সহযোগিতা কামনা করছি।

এ ব্যাপারে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়