সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৭ জুলাই ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে রাস্তা কেটে জনসাধারণের চলাচল বন্ধ করার অভিযোগ
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ চৌরাঙ্গা গ্রামের জনসাধারণের চলাচলের গ্রামীণ রাস্তার মাটি কেটে জমির সঙ্গে মিলিয়ে ফেলার অভিযোগ উঠেছে। রাস্তাটি সংকীর্ণ হওয়ার কারণে ওই রাস্তা ব্যবহার করে ইসলামী ফাউন্ডেশনের পরিচালিত কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের যাতায়াত বন্ধ হয়ে গেছে। ফলে বাধ্য হয়ে রাস্তাটি ব্যবহারকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের (সিএস ২২১, বিএস ৪৮নং চৌরাঙ্গা মৌজার সিএস ৩৫৩/৩৫৫ দাগ বিএস ৬১২ দাগে) পশ্চিম-দক্ষিণ চৌরাঙ্গার গ্রামের চলাচলের রাস্তাটি শত বছর পুরানো। এই রাস্তাটি দিয়ে গ্রামের সাধারণ মানুষ চলাচল ছাড়াও স্থানীয় জামে মসজিদে যাওয়া এবং বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের একমাত্র চলাচল পথ। রাস্তাটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় ইতিপুর্বে সরকারি অর্থে কয়েকবার উন্নয়নমূলক কাজ হয়েছে।

এ ব্যাপারে রাস্তাটি রক্ষার জন্যে স্থানীয়ভাবে আলোচনা করলে জমির মালিকরা রাস্তাটি ঠিক করে দেয়ার প্রতিশ্রুতি দেন। সম্প্রতি তারা রাস্তার অবশিষ্ট অংশের পূর্ব পাশ থেকে কেটে কেটে রাস্তাটি ফসলি জমির সাথে মিশিয়ে দিচ্ছে। এতে রাস্তাটি ভেঙ্গে ভেঙ্গে পুকুরে পড়ে যাচ্ছে। প্রায় বন্ধ হয়ে গেছে মানুষের চলাচল।

স্থানীয় রশিদ আহমদ পাটওয়ারী জানান, শত বছরের পুরানো রাস্তাটি রক্ষার জন্যে আমি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যকে অবহিত করেছি। সর্বশেষ গত ৩ জুলাই ইউএনও বরাবর লিখিত আবাদেন করেছি। শোল্লা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আজিজ আহমদ বলেন, চলমান লকডাউনের সুযোগে চলাচলের রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সরকারি রেকর্ডভুক্ত রাস্তা বিলীন হলে মসজিদের মুসল্লি ও গণশিক্ষার ছাত্র-ছাত্রীসহ চলাচলরত সকল শ্রেণীর মানুষের চরম দুর্ভোগ হবে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি জানান, অভিযোগটি যথাযথভাবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়