সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৬ জুলাই ২০২১, ০০:০০

হাইমচরে কোভিড-১৯ সংক্রমণ রোধে বিভিন্ন  ক্লিনিকে মেডিকেল সরঞ্জাম হস্তান্তর
হাইমচর ব্যুরো ॥

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সরাসরি বাস্তবায়িত ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)-এর অর্থায়নে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক সমূহে করোনা আক্রান্ত রোগীদের সঠিক ও সময়োপযোগী চিকিৎসা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রায় ১১ লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন ধরনের মেডিকেল সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার বেলা ১২টায় মেডিকেল সরাঞ্জম বিতরণ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ বেলায়েত হোসেনের সভাপ্রধানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারস্যান মোঃ নূর হোসেন পাটোয়ারী। এ সময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর উদ্দেশ্য ছিল সোনার বাংলাদেশ গড়া। তার সাথে চিকিৎসা সেবা মানুষের দারপ্রান্তে পৌঁছে দেয়া ছিল তাঁর স্বপ্ন। তারই কন্যা শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তবায়ন নিয়ে কাজ করছেন। সে লক্ষ্যে তিনি সারাদেশে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন। এ ক্লিনিকগুলোর মাধ্যমে গ্রাম-মহল্লার মানুষজন হাতের কাছেই সুচিকিৎসা পাচ্ছে। তিনি বলেন, আপনারা এ করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি ক্লিনিকে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। আপনারা জানেন, এখানে ডাঃ দীপু মনি এমপির সহযোগিতায় ৫০ শয্যা হাসপাতালের কাজ চলমান রয়েছে। কাজটি যখন শেষ হবে হাইমচরবাসী আরও সুন্দরভাবে সেবা পাবে। আমরা উপজেলা পরিষদের উদ্যোগে জাইকার অর্থায়নে ১১ লাখ টাকার উপরে চিকিৎসা সামগ্রী পৌঁছে দিয়েছি। আগামী দিনে আপনাদের সেবা মানুষজনের দারপ্রান্তে পৌঁছে দেয়ার লক্ষ্যে আজকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১১টি ক্লিনিকে এ সামগ্রী যাচ্ছে। গ্রাম মহল্লার মানুষজনের মাঝে স্বাস্থ্য সেবা বৃদ্ধি করার লক্ষ্যে যে কোনো সহযোগিতায় উপজেলা পরিষদ আপনাদের পাশে আছে।

সভায় আরও বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিয়াদ, ইউজিডিপি প্রকল্পের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) শেখ মোঃ হারুনুর রশীদ হীরা। সভায় উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়