বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ নভেম্বর ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে লাইসেন্স ফি আরো কমাতে মালিক-শ্রমিকের স্মারকলিপি প্রদান
এমকে মানিক পাঠান ॥

ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী পৌর এলাকায় ব্যাটারীচালিত অটোবাইক, ভ্যান ও ইজিবাইকের মালিক-শ্রমিকের দাবিতে সাড়া দিয়ে পূর্ব নির্ধারিত লাইসেন্স ফি ১৪হাজার ৪শ’ টাকা থেকে কমিয়ে ৯ হাজার ৮শ’ টাকা ঘোষণা দিয়ে মাইকিং করেন। কিন্তু এমন ঘোষণায় সন্তুষ্ট না হয়ে একদিন পরই গতকাল রোববার আবারো ন্যায়সঙ্গত টাকায় লাইসেন্স ফি নির্ধারণের দাবিতে মেয়র বরাবরে স্বারকলিপি দিয়েছেন মালিক শ্রমিকরা। এ সময় মেয়র না থাকায় স্মারকলিপি প্যানেল মেয়র আবদুল মান্নান পরানের হাতে তুলে দেয়া হয়েছে।

ব্যাটারীচালিত অটোবাইক ও ইজিবাইক শ্রমিক অধিকার রক্ষা কমিটির উদ্যোগে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা ও জেলার আহ্বায়ক কমরেড আলমগীর হোসেন দুলাল, কমরেড বাদশা, সংগঠনের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ও যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।

যানবাহনের মালিক-শ্রমিকরা জানান, দেশের সকল মানুষই জানে ব্যাটারীচালিত অটোবাইক, ভ্যান ও ইজিবাইকগুলো মালিক বা শ্রমিক কেউই তৈরি বা আমদানি করে না। স্বপ্ল পুঁজি খাটিয়ে মধ্যবিত্ত কিংবা নিম্ন শ্রেণীর মানুষ ধার-দেনা করে ওইসব যানবাহন ক্রয় করে জীবন-জীবিকার তাগিদে রোদ, বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় শ্রম দিতে বাধ্য হচ্ছে। এমন পরিস্থিতিতে ফরিদগঞ্জ পৌর কর্তৃপক্ষ ওই যানবাহন চালাতে প্রতি বছরের জন্যে ১৪ হাজার ৪শ’ টাকা নির্ধারণ করে। এ নিয়ে মালিক-শ্রমিকদের মাঝে ক্ষোভ বিরাজ করতে থাকে। প্রতিবাদে মালিক-শ্রমিকরা নানা কর্মসূচি পালন করে। এক পর্যায়ে লাইসেন্স ফি বাবদ মেয়র ১৪ হাজার ৪শ’ টাকা থেকে কমিয়ে ৯ হাজার ৮শ’ টাকা নির্ধারণ করে গত শনিবার মাইকিং করে। কিন্তু তাতেও সন্তুষ্ট না হয়ে গতকাল পৌরসভা কার্যালয়ে মালিক-শ্রমিকরা হাজির হয়ে মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপি প্রদান শেষে বাসদের ফরিদগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমরেড বাদশা জানান, উক্ত বিষয়টি নিয়ে মেয়রের সাথে কথা বলেছেন আমাদের নেতা কমরেড আলমগীর হোসেন দুলাল। মেয়র আশ^স্ত করেছেন বিষয়টি নিয়ে মালিক শ্রমিকদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়