প্রকাশ : ২২ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুরের ‘হিরো আলম’ নামে পরিচিত কালা জাহাঙ্গীরকে ৩০ গ্রাম গাঁজাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টিম। ২১ নভেম্বর রোববার দুপুরে শহীদ মিনার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজা রাখা ও সেবনের অপরাধে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১শ’ টাকা জরিমানা করে জেলে পাঠিয়েছেন।
সূত্র মতে, কালা জাহাঙ্গীরের পুরো নাম মোঃ জাহাঙ্গীর আলম (৩৫)। তার পিতার নাম মোঃ শাহজাহান গাজী। তিনি বিভিন্ন সময়ে শহরে এক কালারের শার্ট, প্যান্ট, জুতা পরে নানা অঙ্গ-ভঙ্গিতে ছবি তুলে সোস্যাল মিডিয়ায় ভাইরাল এবং নিজেকে চাঁদপুরের হিরো আলম পরিচয় দিয়ে স্থানীয়দের কাছে পরিচিতি লাভ করেছেন।