সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ০০:০০

প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছের মাস্ক বিতরণ
গোলাম মোস্তফা ॥

করোনা মোকাবেলায় ও জনসচেতনতা সৃষ্টিতে সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করছেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর ফরিদা ইলিয়াছ। গতকাল ৪ জুলাই রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত তিনি বড় স্টেশন এলাকার যমুনা রোড, টিলা বাড়ি, রেলওয়ে বড়স্টেশন, মাছঘাট, মোলহেডসহ উক্ত এলাকার বিভিন্ন মহল্লার অলিগলি বাসা-বাড়িতে গিয়ে গিয়ে প্রায় ৫শ’ মাস্ক বিতরণ করেন। তিনি রাস্তায় চলাচলকারী রিক্সা ড্রাইভার থেকে শুরু করে সকল যানবাহনের ড্রাইভারদের মাস্ক প্রদান করেন।

এছাড়া তিনি এলাকাবাসীকে লকডাউন চলাকালে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। বিনা কারণে বা অযথা ঘর থেকে বের না হওয়ার জন্যে সকলকে আহ্বান জানান।

ফরিদা ইলিয়াছ বলেন, চাঁদপুর পৌরবাসী ও আমাদের অভিভাবক মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের নির্দেশে আমাদের স্ব স্ব ওয়ার্ডের জনগণকে করোনা মোকাবেলায় সচেতন করে তুলতে চেষ্টা করছি এবং জনগণকে মাস্ক পরার বিষয়ে উদ্বুদ্ধ করছি।

এ সময় তার সাথে কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৭-এর সভাপতি শাহ আলম মল্লিক, জেলা যুব মহিলালীগের সদস্য জাহানারা বেগমসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়