প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ০০:০০
দেশজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আবারও বেড়েই চলছে। একদিকে যেমন বাড়ছে আক্রান্তের সংখ্যা তেমনি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। দেশব্যাপী সংক্রমণ বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে করোনার সম্মুখসারির যোদ্ধা পুলিশ বাহিনীর সদস্যদের আক্রান্তের সংখ্যাও।
চলমান কঠোর বিধিনিষেধর মধ্য গত ৩দিনে চাঁদপুরে ২০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩ জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। আর ১৩ জন কনস্টেবল ও ৩ জন পুলিশ স্টাফ।
বর্তমানে তাদের ১৫ জন চাঁদপুর সদর হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে আছেন। বাকি ৫ জনকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে রেফার করা হয়েছে।
চাঁদপুর জেলা পুলিশের ডিআই-১ মোঃ তোতা মিয়া সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বলেন, গত ১ জুলাই থেকে শুরু হওয়া কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে চাঁদপুর জেলা পুলিশ। এ সময় মানুষের সংস্পর্শে এসে কিছু পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। দেড়শ’ পুলিশ সদস্যের নমুনা পরীক্ষার জন্যে পাঠানো হলে ২০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের সবাই চিকিৎসাধীন এবং এখন শঙ্কামুক্ত।