প্রকাশ : ০৪ জুলাই ২০২১, ০০:০০
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ৭ দিনের কঠোর লকডাউনের তৃতীয়দিনে হাইমচর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাস্কবিহীন পথচারী ও বিভিন্ন দোকান খুলে রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা।
গতকাল ৩ জুলাই শনিবার সকাল থেকে হাইমচর উপজেলা সদর আলগী বাজার, জনতা বাজার, রায়ের বাজার, হাইমচর বাজার, হাওলাদার বাজার, কালাচৌকিদার মোড় ও তেলির মোড়সহ বিভিন্ন স্থানে উপজেলা ও থানা প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। এতে মাস্কবিহীন পথচারীদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
কোভিড-১৯ সচেতনতায় স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধান নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি মামলায় ১ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা সর্বসাধারণের উদ্দেশ্যে বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরকার ঘোষিত লকডাউন ও বিধিনিষেধ মেনে চলুন। ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অযথা বাহিরে ঘুরাফেরা পরিহার করে ঘরে থাকুন এবং সুস্থ্য থাকুন। কারণ, করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকার বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ফারহান, থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা, এসআই আবুল কালাম আজাদ।