প্রকাশ : ২৬ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আশিকাটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিল্লাল হোসেন পাটোয়ারীসহ ৫ জন। বাছাইয়ে বাতিল ৩ চেয়ারম্যান প্রার্থীর মধ্য আশিকাটির বিল্লাল হোসেন পাটওয়ারী ও বালিয়ার কামরুল হাসান খান আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন। শাহমাহমুদপুরের আবুল হাশেম রুশদীর মনোনয়নপত্র পুনরায় বাতিল করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন।
তিনি জানান, মনোনয়নপত্র দাখিলের পর বাছাইয়ে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল, সেই বাতিল আদেশের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থী ৩ জনসহ ৭জন আবেদন করেন। তার মধ্যে পাঁচজনের আপিল আবেদন মঞ্জুর হয় এবং দুইজনের মনোনয়নপত্র নামঞ্জুর হয়। আজ ২৬ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন। কাল ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ এবং ভোটগ্রহণ ১১ নভেম্বর।