প্রকাশ : ২৬ অক্টোবর ২০২১, ০০:০০
কচুয়ায় প্রেমিককে ছুরিকাঘাতের পর সানজিদা আক্তার মিতু (১৬) নামের এক প্রেমিকা বিষপানে আত্মহত্যা করেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে কচুয়া উপজেলার আটমোড় গ্রামে।
জানা যায়, উপজেলার চাংপুর গ্রামের মৃত মোস্তাক মিয়ার ছেলে সোহাগ প্রধান (২০) ও ওই গ্রামের মনির হোসেনের মেয়ে এসএসসি পরীক্ষার্থী সানজিদা আক্তার মিতুর প্রেমের সম্পর্ক ছিলো।
গত শনিবার আটমোড় জামে মসজিদের পুকুরে সোহাগ গোসল করতে যায়। এসময় প্রেমিকা মিতু সোহাগের সাথে পুকুর ঘাটে দেখা করতে আসে। পরে তারা উভয়ে বাকবিত-ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে মিতু সোহাগের গলায় ছুরিকাঘাত করে।
সোহাগের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে সোহাগকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পরে। তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। বর্তমানে সে সোহ্রাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার কিছুক্ষণ পর মিতু বাড়ি ফিরে বিষপান করে। বিষপানের বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় সানজিদা আক্তার মিতুকে পার্শ¦বর্তী দাউদকান্দির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সোহাগের সাথে মিতুর প্রেমের সম্পর্কের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন মিতুর মা লাকি বেগম ও বাবা মনির হোসেন। এদিকে সোহাগ প্রধানের পক্ষ থেকে তিনজনকে বিবাদী করে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। মিতুর পরিবারের পক্ষ থেকেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিন বলেন, প্রেম সংক্রান্ত বিষয়ের কারণে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সানজিদা আক্তারের লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
উল্লেখ্য যে, সোহাগ আটমোড় গ্রামের একটি হোটেলে দীর্ঘদিন কারিগর হিসেবে কাজ করতো।