প্রকাশ : ২৬ অক্টোবর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ পৌর কর্তৃপক্ষ কর্তৃক ধার্য্যকৃত ব্যাটারিচালিত রিক্সা ও অটোরিক্সার লাইসেন্স ফি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ব্যাটারিচালিত অটোবাইক ও অটোরিকশা সংগ্রাম পরিষদ। ২৫ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংগ্রাম পরিষদের সভাপতি ফারুক মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক শাহজাহান তালুকদার, দিপালী রাণী, উপজেলা সমন্বয়ক হারুন অর রশিদ, চন্দন দাস, শফিকুর রহমান দেওয়ান, মুনছুর আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, পৌর কর্তৃপক্ষ অযৌক্তিকভাবে ব্যাটারিচালিত অটোবাইক ও অটোরিকশার বাৎসরিক লাইসেন্স ফি নির্ধারণ করেছে। যা একজন সাধারণ শ্রমিকের জন্যে বোঝা। তাই এটি প্রত্যাহার করা প্রয়োজন। আমরা এ জন্যে আজ মাঠে নেমেছি।