প্রকাশ : ২৬ অক্টোবর ২০২১, ০০:০০
হাইমচরে ১১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো : মোঃ নাছির উদ্দিন কালু খাঁ (৩৫) ও মোঃ লুৎফর রহমান খাঁ (৫৫)।
জানা যায়, ২৪ অক্টোবর হাইমচর থানায় কর্মরত এসআই মোঃ আবু হানিফ সঙ্গীয় ফোর্স রাত ১০টা ১০ মিনিটের সময় হাইমচরের চরভাঙ্গা সাকিনস্থ খাঁ বাড়ির মাদক ব্যবসায়ী নাছির উদ্দিন কালু খাঁয়ের বসতঘরের উত্তর পার্শ্বের রুমে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় আসামী মোঃ নাছির উদ্দিন কালু খাঁ (৩৫) ও মোঃ লুৎফর রহমান খাঁ (৫৫)-এর কাছ থেকে ৩টি প্যাকেটে ১১ কেজি গাজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা।