মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২১, ০০:০০

নবরূপ মানবিক উন্নয়ন সংস্থার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা
বাদল মজুমদার ॥

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে চাঁদপুর ‘নবরূপ মানবিক উন্নয়ন সংস্থা’। ২৫ অক্টোবর সোমবার বেলা ১১টায় শহরের রেলওয়ে শিশু বিদ্যালয়ে আয়োজিত এ সভার সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক পিএম বিল্লাল।

সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন রেলওয়ে শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মাহমুদা খানম। তিনি তার বক্তব্যে বলেন, করোনায় স্কুল-কলেজ বন্ধ থাকায় বাল্যবিয়ে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সামাজিক ও রাজনৈতিক পদক্ষেপের মাধ্যমে আমাদেরকে তা বন্ধ করতে হবে। আমাদেরকে তুলে ধরতে হবে অপ্রাপ্ত বয়সে বিয়ে হলে একটি মেয়ে কী কী সমস্যার সম্মুখীন হতে পারে।

তাফাজ্জল ইসলাম তাপুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রুবিনা মরিয়ম, সহকারী শিক্ষক রাবেয়া আক্তার, নাজমা বেগম, লক্ষ্মী মজুমদার, মুরশেদ খান জয়, জয়নব বিনতে মাইনুদ্দিন, জনি চন্দ্র দাস, দুঃস্থ ও অসহায় মহিলা কল্যাণ সমিতির সভাপতি মোঃ আলী আমজাদ লিটন, নবরূপ মানবিক উন্নয়ন সংস্থার শৈবাল মজুমদার, প্রতিভা যুব নারী সংঘের সাধারণ সম্পাদিকা মুক্তা আক্তার মনি প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়