প্রকাশ : ২৬ অক্টোবর ২০২১, ০০:০০
বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা সেমিনার কক্ষে অনুষ্ঠিত হলো ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের মতবিনিময়, সাহিত্য আড্ডা ও কার্যকরী কমিটির বিশেষ সভা। শনিবার বিকেল ৪টায় ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্মেলন ও স্মারক ম্যাগাজিন প্রকাশের জন্য এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এছাড়া ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের শিল্পী ও কবিদের গান, আবৃত্তি, হাওয়াইন গীটার পরিবেশনাও ছিল মনোমুগ্ধকর। উক্ত সভায় কমিটি পুনর্গঠনের বিষয়েও আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সচিব আসাদুল্লাহ, সাংবাদিক নাসির আহমেদ, সাংবাদিক সৌমিত্র দেব, কথাসাহিত্যিক মিনা মাশরাফী, ব্যাংকার জাকির হোসেন খান, নিউইয়র্ক প্রবাসী পীরজাদা নূরুল আবেদীন, গীটার বাদক ফরহাদ আজিজ, সংগঠক মুহাম্মদ মাসুম বিল্লাহ, সঙ্গীতশিল্পী মাহফুজা রুমি, রাজনীতিবিদ জেসমিন নূর প্রিয়াংকা, কবি জেসমিন জাহান, সাংবাদিক মাহবুব আলম লাভলু, বিশিষ্ট অভিনেত্রী সুমাইয়া শরীফ, নির্মাতা আরিফ হক, কবি শামিমা আখতার, সামিনা ইয়াসমিন ঝর্ণা, রোকসানা সুবর্ণা প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও বাচিকশিল্পী রাজিয়া সুলতানা পিংকি। সঞ্চালনা করেন ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের মহাসচিব মুহাম্মদ মাসুম বিল্লাহ।
উল্লেখ্য, ‘শান্তি, সমৃদ্ধি, প্রগতি ও মানব কল্যাণে সাহিত্য’ মূলমন্ত্র নিয়ে ২০১৯ সালের ১৭ মার্চ একটি ঘরোয়া আয়োজনের মাধ্যমে যাত্রা শুরু হয় ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের।