মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২১, ০০:০০

ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা
মাহবুব আলম লাভলু ॥

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা সেমিনার কক্ষে অনুষ্ঠিত হলো ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের মতবিনিময়, সাহিত্য আড্ডা ও কার্যকরী কমিটির বিশেষ সভা। শনিবার বিকেল ৪টায় ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্মেলন ও স্মারক ম্যাগাজিন প্রকাশের জন্য এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এছাড়া ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের শিল্পী ও কবিদের গান, আবৃত্তি, হাওয়াইন গীটার পরিবেশনাও ছিল মনোমুগ্ধকর। উক্ত সভায় কমিটি পুনর্গঠনের বিষয়েও আলোচনা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সচিব আসাদুল্লাহ, সাংবাদিক নাসির আহমেদ, সাংবাদিক সৌমিত্র দেব, কথাসাহিত্যিক মিনা মাশরাফী, ব্যাংকার জাকির হোসেন খান, নিউইয়র্ক প্রবাসী পীরজাদা নূরুল আবেদীন, গীটার বাদক ফরহাদ আজিজ, সংগঠক মুহাম্মদ মাসুম বিল্লাহ, সঙ্গীতশিল্পী মাহফুজা রুমি, রাজনীতিবিদ জেসমিন নূর প্রিয়াংকা, কবি জেসমিন জাহান, সাংবাদিক মাহবুব আলম লাভলু, বিশিষ্ট অভিনেত্রী সুমাইয়া শরীফ, নির্মাতা আরিফ হক, কবি শামিমা আখতার, সামিনা ইয়াসমিন ঝর্ণা, রোকসানা সুবর্ণা প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও বাচিকশিল্পী রাজিয়া সুলতানা পিংকি। সঞ্চালনা করেন ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের মহাসচিব মুহাম্মদ মাসুম বিল্লাহ।

উল্লেখ্য, ‘শান্তি, সমৃদ্ধি, প্রগতি ও মানব কল্যাণে সাহিত্য’ মূলমন্ত্র নিয়ে ২০১৯ সালের ১৭ মার্চ একটি ঘরোয়া আয়োজনের মাধ্যমে যাত্রা শুরু হয় ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়