প্রকাশ : ২৫ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটোয়ারীর শাশুড়ি ও সাংবাদিক শেখ আল মামুনের মা রওশন আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে--------রাজেউন)। গতকাল রোববার রাত সাড়ে ৮টায় তিনি পুরাণবাজারস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিলো ৯১ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। পারিবারিকভাবে জানা গেছে, আজ ২৫ অক্টোবর সোমবার মরহুমার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি ছেলে মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গিয়েছেন।