প্রকাশ : ২৫ অক্টোবর ২০২১, ০০:০০
চিতোষী পূর্ব ইউনিয়ন যুবদলের কমিটি নিয়ে নেতা-কর্মীদের মাঝে অসন্তোষ
সদ্য ঘোষিত শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নেতাণ্ডকর্মীরা। তারা দাবি করেন, ঘোষিত কমিটিতে দলের ত্যাগী নেতাণ্ডকর্মীদের মূল্যায়ন করা হয়নি। এ কমিটিতে সিনিয়র জুনিয়র মূল্যায়ন করা হয়নি। কমিটিতে জামায়াত-শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত লোক রয়েছে। এছাড়াও চাকুরিজীবী, প্রবাসী ও অযোগ্যদের স্থান দেয়া হয়েছে। কমিটি ঘোষণার পর ইউনিয়ন যুবদলের নেতাণ্ডকর্মীরা এ দাবি করেন। অবিলম্বে ঘোষিত ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানান তারা। তারা এ বিষয়ে জেলা যুবদলের নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক তানজিল হোসেন বাবু, শাহ জাহান সম্রাট, ইসমাইল হোসেন, শাহ জাহান প্রমুখ।